Site icon Jamuna Television

নতুন কমিশন অনুযায়ী সাপ্তাহিক মজুরি পেতে শুরু করেছে পাটকল শ্রমিকরা

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে নতুন মজুরি কমিশনে সাপ্তাহিক মজুরি পেতে শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের সরকারি পাটকলগুলোয় সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই পে স্লিপ প্রদান করা হচ্ছে। ১১ দফার প্রধান দাবি বাস্তবায়িত হওয়ায় সন্তোষ জানিয়েছেন পাটকল শ্রমিকরা। অন্য দাবিগুলোও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পাশাপাশি দুই দফায় ৯ দিন অনশন কর্মসূচিও পালন করেন শ্রমিকরা। এরই প্রেক্ষিতে ২ জানুয়ারি ঢাকায় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন পাটমন্ত্রী এবং শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকে নতুন মজুরি কমিশনে পে স্লিপ দেয়ার ঘোষণা আসে।

Exit mobile version