Site icon Jamuna Television

এক একটি নির্বাচনে সরকার ভোট চুরির এক-একটি পন্থা নেয়: রিজভী

এক একটি নির্বাচনে সরকার ভোট চুরির এক-একটি পন্থা বেছে নেয়। এবারও ইভিএম’র মাধ্যমে ভোট চুরি হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের সংজ্ঞা ভুলে গেছে। সিইসি বর্তমান সরকারের আজ্ঞাবহ দাস বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সরকার যেমন চাইবে সিইসি তেমন নির্বাচনই উপহার দেবেন। দেশে আইনের শাসন নেই জানিয়ে রিজভী বলেন খালেদা জিয়াকে মুক্তি না দেয়া ও বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নিপীড়ন করাই প্রমাণ করে বিচারবিভাগ সরকারের কব্জায়।

Exit mobile version