Site icon Jamuna Television

পূজার দিনে দুই সিটির নির্বাচন না দেয়ার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটির নির্বাচন না দেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। ভোটের তারিখ না পেছালে শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতা কর্মীরা।

বিক্ষোভকারীরা বলেন, পূজা উৎসবের দিন- নির্বাচনের তারিখ দিয়ে ইসি সাম্প্রদায়িক আচরণ করেছে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন জানান, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সরকার নিজের প্রার্থীদের সুযোগ দিতে বিএনপির প্রার্থীদের উপর হামলা-মামলা করছে।

Exit mobile version