Site icon Jamuna Television

ময়মনসিংহে স্ত্রী সন্তানকে হত্যাকারী শাহীন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের খাগডহর ঘন্টি এলাকায় স্ত্রী সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কিশোরগঞ্জ সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সন্ধ্যায় হত্যার ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।

এদিকে এই ঘটনায় আহত শফিকুল ইসলাম শাহীনের বড় মেয়ে লাবন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

গতকাল সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলাম শাহীন তার স্ত্রী ও এক মেয়েকে হত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারনা করে পুলিশ।

Exit mobile version