Site icon Jamuna Television

বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেছে ভারতীয় সেনা

বরফে পা পিছলে পাকিস্তানে চলে গেছে এক ভারতীয় সেনা। গত ৮ জানুয়ারি জম্মু ও কাশ্মিরের গুলমার্গ এলাকায় টহলরত অবস্থায় বরফে পা পিছলে আন্তর্জাতিক সীমানা পার হয়ে যান হাবিলদার রাজেন্দ্র নেগি। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র।

রাজেন্দ্র নেগির স্ত্রী রাজেশ্বরী জানান, গত বুধবার আমাকে স্বামীর অফিস থেকে ফোন দিয়ে জানানো হয় সে নিখোঁজ। এর কিছুক্ষণ পর আবার তারা জানায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।

রাজেশ্বরী বলেন, আমি খুবই দুশ্চিন্তায় আছি। স্বামীকে অক্ষত ফেরত পাব কিনা সে নিশ্চয়তা দিচ্ছে না কেউ।

এ ঘটনায় ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাবশত পাকিস্তানে চলে যাওয়া ওই সেনাকে ফেরত আনতে ইতোমধ্যে সব ধরনের তৎপরতা শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

Exit mobile version