Site icon Jamuna Television

ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে। এক টুইট বার্তায় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ইসরাইলে চারটি রকেট ছোড়া হয়েছে। কিন্তু মধ্য আকাশেই দুটি রকেট বিধ্বস্ত করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, উত্তর গাজায় হামাসের অস্ত্র উৎপাদন স্থান, একটি সামরিক কম্পাউন্ডসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইহুদিবাদী দেশটির যুদ্ধবিমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সমুদ্রের কাছে হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Exit mobile version