Site icon Jamuna Television

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন পুনঃবিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি হানিফের আহ্বান

৩০ জানুয়ারি সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি পুনঃবিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তিতাস গ্যাস সিবিএ’র নতুন কমিটি শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব ধর্মের সম্প্রতি রক্ষা করতে চায় সরকার। নব নির্বাচিত কমিটি তিতাস গ্যাস অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে সহযোগিতামূলক কাজ করবে বলে জানান সিবিএ নেতারা।

মাহবুবউল আলম হানিফ বলেন, নিজেদের প্রার্থী জয়ী হওয়ার পরও বিএনপি নেতার ভোট কারচুপির অভিযোগ করেন। জনগণের জন্য ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে হানিফ বলেন, সরকার ধর্মীয় সম্প্রতি রক্ষায় কাজ করছে।

Exit mobile version