Site icon Jamuna Television

২৪ বছর পর দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না রুহুল আমিনের

২৪ বছর পর দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রুহুল আমিন। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

জানা যায়, গ্রিনকার্ডের আশায় ২৪ বছর যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরছিলেন রুহুল আমিন। গ্রিন কার্ড পাওয়ার পরই দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু আর ঘরে ফিরতে পারেননি। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারাতে হয় তাকে।

স্থানীয়রা জানান, ঢাকামুখী ট্রাকের ধাক্কায় রুহুল আমিনদের বহনকারী হাইয়েস গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের আশায় রুহুল আমিনের ২৪টি বছর কেটেছে আমেরিকায়। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনেই প্রাণ হারান তিনি।

দেশে ফেরার ব্যাপারে বেশ রোমাঞ্চিত ছিলেন রুহুল আমিন। ফেসবুকে লিখেছিলেন, ‘২৪ বছর পর বাংলাদেশে যাচ্ছি’। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন বাবা-মা ও স্বজনরা।

Exit mobile version