Site icon Jamuna Television

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৫ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

আনুষ্ঠানিকতা শুরুর আগেই তুরাগ পাড়ে জড়ো হয়েছেন তাবলীগ জামাতের অনুসারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসাল্লিদের আসা এখনো অব্যাহত রয়েছে। এই পর্বে মাওলানা সাদপন্থিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। তবে শীত কম থাকায় ময়দানে আসা মুসল্লিরা প্রথম দফার চেয়ে কিছুটা স্বস্তিতে আছেন। এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version