Site icon Jamuna Television

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো সহিংসতা অব্যাহত ছিল রাজধানী বৈরুতে।

সকাল থেকেই পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস পর্যন্ত চলে মিছিল। প্রতিবাদে যোগ দেয় সাংবাদিক সংগঠনগুলোও। বিভিন্ন স্থানে পুলিশের বাঁধার মুখে পড়ে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে অনেকে।

আন্দোলন দমনে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আটক করা হয় অর্ধ শতাধিক নাগরিককে। নতুন সরকার গঠনের দাবিতে প্রায় চার মাস ধরে বিক্ষোভ চলছে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে। এতদিন শান্তিপূর্ণভাবে হলেও সরকারকে পদত্যাগে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময়সীমা পেরিয়ে যাবার পর বিক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা।

Exit mobile version