Site icon Jamuna Television

ঢাকাকে নারী ও শিশু বান্ধব হিসাবে গড়ে তুলবো: তাবিথ

ঢাকা নগরীকে নারী ও শিশু বান্ধব হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সকালে মোহাম্মদপুল এলাকায় প্রচারণা চালাতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচন ও পূজা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে তার জন্য সরকার দায়ী। তাই আপিল বিভাগ যে রায় দেবেন সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যদি শেষ পর্যন্ত এমন থাকে তবে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। একই সাথে ইসিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তাবিথ আউয়াল।

Exit mobile version