Site icon Jamuna Television

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ৬ জন গ্রেফতার

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ছয়জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মোহনপুর থানা পুলিশ তাদের আদালতে প্রেরণ করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার রায়ঘাটি থেকে ছাত্রলীগ সভাপতি শাহিনুল আলম ওরফে মিঠু, হোসাইন, রানা হোসেন, মাহফুজুর রহমান ,শফিউল ও আরাফাত ইসলাম নাহিদকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশের ভাষ্যমতে, মোহনপুরের দশম শ্রেণির এক ছাত্রীকে গত চার মাস ধরে হোসাইন প্রেমের প্রস্তাবসহ নানাভাবে হয়রানি করে আসছিল। স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে ওই ছাত্রীকে কু-প্রস্তাব সহ তার সহযোগীরা অশ্লীল ভাষায় গালাগালি করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Exit mobile version