Site icon Jamuna Television

এসএসসি প্রজন্ম ২০০১-র উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে এসএসসি প্রজন্ম ২০০১-র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, চিকিৎসাসেবা, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরীব চার শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, কম্বল, বিস্কুটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, প্রজন্ম ২০০১’র প্রতিষ্ঠাতা সাংবাদিক শওকত মনজুর শান্তসহ অন্যান্যরা। পরে বাল্য বিবাহ রোধে একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।

Exit mobile version