Site icon Jamuna Television

মির্জাপুরে ডাকাত দলের ১০ সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলরে মির্জাপুরে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আটকরা হলো- মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী সওদাগড়পাড়া গ্রামরে রাজু মিয়ার ছেলে সীমান্ত, দেলোয়ার হোসনের ছেলে বেল্লাল হোসেন, আব্দুর রউফের ছেলে অনিক, কিতাব আলীর ছেলে আমির খান, দেলবরের ছেলে জন, হালিমের ছেলে রবিন, রহিমের ছেলে গিয়াস, জামুর্কি ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের বুদ্দু খানের ছেলে বুলবুল খান, রাশেদ মিয়ার ছেলে রবিন ও ভুয়াপুর উপজেলার তোতা মিয়ার ছেলে এরশাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল ডাকাত মির্জাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ৃসেখানে গোপন অভিযান চালায়। এসময় পুলিশ ডাকাত দলের ১০ সদস্যকে আটক করে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র ও প্লাস্টিকের রশি উদ্ধার করে।

মির্জাপুর থানার সাব-ইন্সপেক্টর মো. সাদেকুর রহমান জানান, আটকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে বস্তা ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করতো। এছাড়া তারা মির্জাপুর রেলস্টেশনে থেকে থাকা ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করতো।

Exit mobile version