Site icon Jamuna Television

সোলাইমানি হত্যার দায়ে ট্রাম্পের ফাঁসি চান মার্কিন সাংবাদিক

ইরানের ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ফাঁসির দাবি জানিয়েছেন মার্কিন সাংবাদিক কেভিন ব্যারেট।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানান।

কেভিন ব্যারেট বলেন, মিথ্যা এবং অসত্য দাবির ওপর ভিত্তি করে সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনা শুধু হত্যাকাণ্ড নয় বরং যুদ্ধাপরাধ।

তিনি বলেন, আমেরিকায় এখনও খুনিদের প্রাণদণ্ড কার্যকর করা হয়। তাই ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রাণদণ্ড হওয়া উচিত।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করা হয়।

Exit mobile version