Site icon Jamuna Television

হিজবুল্লাহর সকল কর্মকাণ্ডে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সকল ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। অবশ্য হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে গত বছরের মার্চেই কালো তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। শুক্রবার নতুন করে এর সব ধরনের কর্মকাণ্ডকেই নিষিদ্ধ করল তারা।

নতুন এ নিষেধাজ্ঞার ফলে হিজবুল্লাহ বা এই সংগঠনের কোনো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পদ যুক্তরাজ্যে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশি আগ্রাসন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করে আসছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহ ও লেবাননের সেনাবাহিনী একই কথা। নতুন কোনো যুদ্ধ হলে তাদের সবাইকে পূর্ণ মূল্য দিতে হবে।

এর বিপরীতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ইসরায়েল হচ্ছে এ অঞ্চলের প্রকৃত হুমকি। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক যুক্তরাজ্যের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, হিজবুল্লাহর ওপর নতুন করে এ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র অত্যন্ত খুশি।

Exit mobile version