Site icon Jamuna Television

লাকসামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসামে ডেমু ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার বিকেলে লাকসাম-নোয়াখালী রেল লাইনের লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুতি দাস (৬৫) কানে কম শুনতেন।

তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি লাকসাম পৌর শহরের দক্ষিণ লাকসাম সাহাপাড়ার ডাঃ মনিন্দ্র দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাকসাম জংশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ডেমু ট্রেনটি পৌর শহরের লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রমকালে জুতি দাস ট্রেনের নিচে পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে যায়।

Exit mobile version