Site icon Jamuna Television

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

ঢাকা অফিসার্স ক্লাবের ২০২০-২১ মেয়াদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।

২ হাজার ৫৯০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১ হাজার ৬৪৫ ভোট।

নির্বাচন উপলক্ষে শুক্রবার অফিসার্স ক্লাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় ফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ২৩টি পদের মধ্যে ২২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে একটি, ভাইস চেয়ারম্যান পদে তিনটি, কোষাধ্যক্ষ পদে একটি, যুগ্ম-সম্পাদক পদে তিনটি এবং ১৪টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে মোট ৫ হাজার ৪৮৪ ভোটারের মধ্যে ৪ হাজার ২৩৫ জন সদস্য ভোট দেন।

ভাইস চেয়ারম্যানের তিনটি পদে কে.এম. মোজাম্মেল হক, মো. আনছার আলী খান এবং এম. খালিদ মাহমুদ নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের তিনটি পদে মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অধ্যাপক ড. ফেরদৌসী খান এবং মো. আজহারুল ইসলাম খান জয় লাভ করেন।

সদস্য পদে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডা. মো. আমিনুল ইসলাম, তানিয়া খান, মুহাম্মদ সাকিব সাদাকাত, মো. দেলোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, অধক্সাপক আশরাফুন নেসা রোজি, সুরাইয়া পারভীন শেলী, মো. আখতারুজ্জামান, এম এ মাজিদ, জসীম উদ্দীন হায়দার, রথীন্দ্র নাথ দত্ত, স্থপতি মীর মনজুরুর রহমান এবং ড. মো. জাকেরুল আবেদীন (আপেল) নির্বাচিত হয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদাধিকার বলে নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নির্বাচনে আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

Exit mobile version