Site icon Jamuna Television

টাইগারদের নতুন পেস বোলিং কোচ গিবসন

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দিয়েছে বিসিবি। ক্যারিবিয়ান এই কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকান কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব ছাড়ার পর থেকে গুঞ্জন ছিলো ওটিস গিবসন হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ। বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচের দায়িত্ব পালন করেছেন উইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের দায়িত্ব পালন করতে এসেই বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি।

গিবসন কোচ হিসেবে সফল। ২০১২ সালে তার কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ধাপে তিনি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ ছিলেন। দুই বছর পর তার চুক্তির মেয়াদ আর বাড়ায়নি প্রোটিয়ারা।

Exit mobile version