Site icon Jamuna Television

সাভারে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি:

সাভারে কাঞ্চন বেপারী নামের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় দুপুরে সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি মেহগনি বাগানের একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

সাভার মডেল থানার এস আই এখলাস শাহা রাজা মোল্লা জানায়, নিহত ওই ব্যক্তির বাড়ি সাভারের আমিনবাজারে। ময়না তদন্তের পরে যানা যাবে এটি হত্যা না আত্মহত্যা বলে জানিয়েছেন

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version