Site icon Jamuna Television

সাঙ্গুতে বিদেশি মদসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সাঙ্গুতে বিদেশি মদসহ আব্দুল জলিল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করে কোস্ট গার্ড।

এসময় তার কাছে থেকে ১৪৪ বোতল বিদেশি মদ ও পাচার কার্যে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী আনোয়ারা থানার বোয়ালিয়া ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মৃত হাসু মিয়ার পুত্র।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি জানায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সে মাদক পাচার করে আসছিল। জব্দকৃত বিদেশী মদ সে পাচারের উদ্দেশ্যে একস্থান হতে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল।

আটককৃত মাদক ব্যবসায়ী, জব্দকৃত বিদেশী মদ ও সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version