Site icon Jamuna Television

‘সিএএ’র প্রয়োজন ছিল না, তবে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এর কোনো প্রয়োজন ছিলো না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাত সফরকালে গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে গালফ নিউজ। সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বুঝতে পারছি না এটা (ভারত সরকার) কেন করেছে? এটার প্রয়োজন ছিল না।

বাংলাদেশ থেকে ধর্মীয় পীড়নের শিকার হয়ে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতে আশ্রয় নেয়ার ঘটনা ঘটেনি বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ভারত থেকেও বাংলাদেশে কোনো ‘রিভার্স মাইগ্রেশন’ (বাংলাদেশে কেউ ফেরেনি) ঘটেনি। তবে, ভারতে অনেককে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনকে বরাবরই ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করেছে বাংলাদেশ।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শেখ হাসিনা। জানান, সমস্যাটা যেহেতু মিয়ানমারে শুরু; সমাধানও তাদের করা উচিৎ।

Exit mobile version