Site icon Jamuna Television

রয়েল হাইনেস পদবি ব্যবহার করবেন না হ্যারি ও মেগান

‘রাজপদবী বা রয়েল হাইনেস’ আর ব্যবহার করবেন না ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং রাজবধূ মেগান মার্কেল। শনিবার, এ ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ৮ মার্চ থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। এরফলে, রাজপরিবারের প্রথম সারির সদস্যের মর্যাদা হারাবেন হ্যারি ও মেগান।

একইসাথে, আনুষ্ঠানিকভাবে রাণীর প্রতিনিধিত্বও করবেন না তারা। নেবেন না রাজ-কোষাগার থেকে কোন অর্থ।

গেলো সপ্তাহেই, সিদ্ধান্তটির কথা জানান রাজমুকুটের ৬ষ্ঠ উত্তরসূরী প্রিন্স হ্যারি। বলেন, অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সাধারণ জীবনযাপন করবেন তারা। এছাড়া, উইন্ডসর ক্যাসলে তাদেরজন্য নির্মিত বাড়ির অর্থ পরিশোধ করবেন এ দম্পতি।

Exit mobile version