Site icon Jamuna Television

হাজীগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
রোববার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় মারুফ হোসেন রিয়াদ (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে স্থানীয় আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি চায়ের দোকানে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মারুফ স্থানীয় আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ৯ম শ্রেণির শিক্ষার্থী। পৌরসভার ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ গাইন বাড়ীর ফরিদ হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর চায়ের দোকান কর্মচারী ফারুক হোসেন (২৮) পলাতক রয়েছে। ফারুক পাশ্ববর্তী কচুয়া উপজেলার বাসিন্দা।

প্রাথমিকভাবে বিজ্ঞাসাবাদের জন্য শাকিল ও হৃদয় নামের দুইজনকে থানায় আনা হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান।

Exit mobile version