Site icon Jamuna Television

ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত বিমানের ব্ল্যাকবক্স ইউক্রেনে পাঠাতে রাজি ইরান

ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত বিমানের ব্ল্যাকবক্স ইউক্রেনে পাঠাতে রাজি হলো ইরান। শনিবার, দেশটির বেসামরিক বিমান পরিবহন বিভাগ জানায় সিদ্ধান্তটি।

তদন্ত দলের মহাপরিচালক হাসান রেজাইফার বলেন, ব্ল্যাকবক্সের তথ্য তেহরানের পক্ষে ভাষান্তরিত করা সম্ভব নয়। একারণেই, সেটি পাঠানো হচ্ছে কিয়েভে।

আরও জানান, তথ্য উদ্ধারে ইউক্রেন ব্যর্থ হলে, তা ফ্রান্সে পাঠানো হতে পারে।

৯ জানুয়ারি, বাগদাদের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেসময়, অনিচ্ছাকৃতভাবে দুটি মিসাইল বিমানটিতে আঘাত হানে এতে প্রাণ হারান ১৭৬ আরোহীর সবাই।

Exit mobile version