Site icon Jamuna Television

আড়াই’শ কেজির আইএস নেতা আটক, থানায় নিতে ভাড়া করা হলো ট্রাক

ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা ও জঙ্গী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে এক আইএস নেতাকে আটক করেছে ইরাকি সেনাবাহিনীর স্পেশাল ইউনিট সোয়াট।

বৃহস্পতিবার মসুল থেকে আড়াই’শ কেজি ওজনের এই বিশাল দেহী আইএস নেতাকে আটকের পর তাকে একটি মালবাহী ট্রাকে তুলে ইরাকি পুলিশের হাতে হস্তান্তর করে সেনারা।

আবু আব্দুল বারি নামের এই আইএস নেতা ‘জব্বা দ্য জিহাদি’ নামেই পরিচিত।

ইরাক সেনাবাহিনী জানায়, আবু আব্দুল বারি ফতোয়া দিয়ে হত্যাকাণ্ডের জন্য প্ররোচনা চালাতেন। বারি বলেন, ‌‌’যে সমস্ত মুসলিম আইএসের প্রতি যথেষ্ট সম্মান দেখান না, তাঁদের খুন করার ফতোয়াও জারি করেছেন তিনি।’

Exit mobile version