Site icon Jamuna Television

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার রাত সোয়া আটটার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া আটটার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

Exit mobile version