Site icon Jamuna Television

ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার দক্ষিণ ভেচকি এলাকার ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রংয়ের জ্যাকেট ছিল।

স্থানীয় ইউপি সদস্য হানিফ জানান, স্থানীয় কৃষকরা ধানক্ষেত দিয়ে যাবার সময় মাটি চাপা অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত যুবকের গলাকাটা মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঠবড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। অজ্ঞাত যুবকের বয়স অনুমানিক ৩০ বছর হবে। অজ্ঞাত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Exit mobile version