Site icon Jamuna Television

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ৩ ও ৪ জানুয়ারি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ৩ ও ৪ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো শুনানি শেষ করে পরবর্তী দিন ধার্য করা হয়।

মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শুরু হয় বেলা পৌনে ১২টার দিকে বকশীবাজারের বিশেষ আদালতে। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করছেন।

আইনজীবী বলেন, কোনভাবেই এই মামলায় সাক্ষীরা বলেননি খালেদা জিয়া অর্থ আত্মসাৎ করেছেন। এরপর কথা বলেন খালেদার তৃতীয় আইনজীবী এজে মোহাম্মাদ আলী। তিনি বলেছেন, মামলার নথি জাল করেছেন বাদি। তাকে আসামি করতে হবে। আদালতে ২ পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ-বিতন্ডা হয়েছে। পরে ৩ ও ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত বুধবার অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান তার শুনানিতে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি বলে দাবি করেন। গত ৬ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

Exit mobile version