Site icon Jamuna Television

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা ব্যাহত থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে নকশিকাঁথা ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের ফলে সোমবার ভোর ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম।

এর আগে, রোববার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভোর ৫টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version