Site icon Jamuna Television

সরকার ব্যান্ডউইথ’র মূল্য কমালেও সুফল পাচ্ছে না গ্রাহকরা: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

সরকার ব্যান্ডউইথ ও অপটিক্যাল ফাইবারের সেবা মূল্য কমিয়েছে, কিন্তু গ্রাহক পর্যায়ে এর সুফল মিলছে না। এই অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

সোমবার সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সমিতির নেতারা বলেন, অবৈধভাবে অপটিক্যাল ফাইবার কোর লীজিং ব্যবসা বন্ধ করতে হবে।

আলোচকরা বলেন, টেলিকম অপারেটরগুলো ফাইবার নেটওয়ার্ক ও রক্ষণাবেক্ষনের নামে নিজস্ব পদ্ধতি অনুসরণ করছে যা সম্পূর্ণ বেআইনী। এসব কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান সংশ্লিষ্টরা।

তারা বলেন, এনটিটিএনের জন্যে এখনও ট্যারিফ নির্ধারণ করা হয়নি। এর কারণে গ্রাহকরা উচ্চ মূল্যে সেবা সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, একই এলাকায় একাধিক কোম্পানির নেটওয়ার্ক প্রতিষ্ঠায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে; ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশও। এসব বিষয় বিবেচনায় নেওয়া দাবি জানানো হয়।

Exit mobile version