Site icon Jamuna Television

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের নুরু মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পদ্মার পাড়ের এক গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মনির মোল্লা (৩২)। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মনির উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্য নবীন সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মোল্লার বড় ছেলে।

চরঝাউকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ ফারুক বিশ্বাস জানান, মনির শ্বশুর বাড়ির এলাকায় শিংগারা পুড়ির দোকান করত। সোমবার সকাল ৮টার দিকে জেলেরা লাশ দেখে মুঠোফোনে তাকে জানালে পুলিশে খবর দেয়।

মনিরের মা মমতাজ বেগম জানান, দুই বছর ধরে মনির শ্বশুর বাড়িতে থাকে। তার স্ত্রী সীমা আক্তার সৌদী প্রবাসি। কিছুদিন যাবৎ সীমার সাথে মনিরের সম্পর্ক ভাল যাচ্ছিলনা। মনিরের ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে আছে।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ আলী মোল্লা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

Exit mobile version