Site icon Jamuna Television

তুষারঝড়ের কারণে কানাডার নিউফাউন্ডল্যান্ডে জরুরি অবস্থা

প্রচণ্ড তুষারঝড়ের কারণে কানাডায় নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও ২৪ ঘণ্টা বহাল থাকবে এ পরিস্থিতি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সিং জানিয়েছেন, অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে মোতায়েন করা হয়েছে ২০০ সেনাসদস্য। দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ সরবরাহের জন্য উদ্ধারকারীদের সাথে রয়েছে দুটি কার্গো বিমান এবং দুটি হেলিকপ্টার।

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, সবচেয়ে বেশি সেইন্ট জন শহরে ৭৬ সেন্টিমিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ১২ ফুটের বেশি বরফ জমে যাওয়ায়, বন্ধ প্রদেশগুলোর বেশিরভাগ রাস্তাঘাট। জরুরি অবস্থার মধ্যে শুধু ফার্মেসি এবং গ্যাস স্টেশনগুলো খোলা রাখার অনুমতি দিয়েছে প্রশাসন।

Exit mobile version