Site icon Jamuna Television

অজানা ভাইরাস আতঙ্কে চীন

অজানা এক ভাইরাস আতঙ্কে ভুগছে চীন। রহস্যজনক এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। দু’দিনে নতুন করে সংক্রমিত হয়েছে অন্তত ১৩৯ জন।

চীনের উহান শহরে উৎপত্তি হলেও বেইজিংসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ। চীনা নববর্ষকে সামনে রেখে লাখ লাখ মানুষ ভ্রমণ করছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই চলাচলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও হংকংয়ে সব চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বিমানবন্দরগুলোয়।

এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ শতাধিক বলে জানিয়েছে বেইজিং। তবে বেসরকারি গবেষণা সংস্থার তথ্য ১ হাজার ৭শ’ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সার্সধর্মী এই ভাইরাস সম্পর্কে জানতে নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। তবে এখনও বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version