Site icon Jamuna Television

ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। দুপুরে নির্বাচন কমিশন পরিদর্শন জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার আর্ল রবার্ট মিলার।

তিনি বলেন ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণ হচ্ছে এটা অনেক ভাল একটা ব্যাপার জানিয়ে তিনি সবাইকে ভোটে অংশ নিতে আমন্ত্রণ জানান। গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে জনগণের ভোটে অংশগ্রহন করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। ইভিএম মেশিনে কোন সমস্যা পাননি জানিয়ে মিলার বলেন, আশা করছি শান্তিপূর্ণ ও আনন্দের সাথেই ভোট হবে।

Exit mobile version