Site icon Jamuna Television

মায়ের নামে ভিডিও কল অ্যাপ বানিয়ে ১০ বছরের আয়মানের চমক

ফ্রি ভিডিও কল ও চ্যাটের অ্যাপ বানিয়ে চমক সৃষ্টি করেছে ১০ বছর বয়সী এক বাংলাদেশি শিশু। এই বিস্ময় বালকের নাম আয়মান আল আনাম। চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র সে। গত বছরের ৩১ ডিসেম্বর গুগল প্লে স্টোরে অ্যাপটি আপলোড করে আয়মান। তার সাফল্য নিয়ে সোমবার (২০ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।

আপলোডের পর এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ আয়মানের অ্যাপটি ডাউনলোড করেছে। মায়ের নামে এ অ্যাপটির নাম রেখেছে আয়মান- লিটা ফ্রি ভিডিও কল। ১০ বছরের আয়মানের এই অ্যাপটি তৈরিতে ১০ মাস সময় লেগেছে। কোনো বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই সাফল্য পেয়েছে সে। তবে, নানা ধরনের ইউটিউব টিউটোরিয়ালের সহায়তা নিয়েছে সে।

আরব নিউজকে আয়মান আল আনাম জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে মানুষ বেশি অ্যাপ নির্ভর হয়ে পড়েছে। কথা বলার জন্য হোয়াটসআপ, ইমো, ভাইবার ব্যবহার করছেন। আমার কাছে মনে হয়েছে আমাদের নিজেদের একটা কমিউনিকেশন অ্যাপ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমি উৎসাহিত হয়েছি।

আয়মানের দাবি, অন্য সব যোগাযোগের অ্যাপের চেয়ে তার অ্যাপে ভালো মানের ভিডিও ও শব্দ পাওয়া যাবে। অন্য সব অ্যাপের তুলনায় এটি দিয়ে বড় আকারের ফাইল আদান-প্রদান সম্ভব।

আয়মানের এই সফলতার বিষয়ে তার বাবা সালাম নিশাদ বলেন, জ্ঞান হবার পর থেকেই প্রযুক্তির প্রতি বেশ আগ্রহী দেখা গেছে আয়মানের। কম্পিউটার, মোবাইল ফোন নিয়েই পড়ে থাকত সে। আজ সে সফল হয়েছে। আমরা তার জন্য গর্বিত।

চট্টগ্রামের ছেলে আয়মান ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার ইচ্ছে গুগল হেডকোয়ার্টারে চাকরি করার।

আয়মানের অ্যাপ নিয়ে বুয়েটের প্রফেসর ড. মো. কায়কোবাদের সাথে কথা বলে আরব নিউজ। তিনি বলেন, এই ধরনের বিস্ময়কর প্রতিভাকে বিকশিত করতে আমাদের যত্নশীল হতে হবে। সঠিক দিকনির্দেশনা পেলে আজকের তরুণ প্রজন্মই আগামীর প্রযুক্তি বিশ্বের নেতৃত্ব দিবে।

Exit mobile version