Site icon Jamuna Television

ফার্মগেট এলাকায় ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হল এলাকায় রাস্তা দখল করে দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সকালে ফার্মগেট থেকে শুরু করে গ্রিন রোডের দু’পাশের সব ধরনের ব্যানার ফেস্টুন ও সাইনবোর্ড খুলে ট্রাকে তোলা হয়। এছাড়া ফুটপাত থেকে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান। এসময় তিনি জানান, কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version