Site icon Jamuna Television

জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই: রাষ্ট্রপতি

স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক সৃজনশীল হিসেবে গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বিকেলে গাজীপুরের মৌচাকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম এবং অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে, হাতে কলমে শিক্ষা দেয়। সেইসাথে দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পরে কৃতি স্কাউটসদের দেয়া হয় সম্মাননা এওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Exit mobile version