Site icon Jamuna Television

মৃত ঘোষণার পর নড়ে উঠলো সদ্য ভূমিষ্ঠ শিশু

মৃত ঘোষণার কিছুক্ষণের মধ্যে নড়ে উঠলো সদ্য ভূমিষ্ঠ এক শিশু। এনিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চুয়াডাঙ্গায়।

নবজাতকের স্বজনরা জানান, রোববার বিকেলে সদর উপজেলার হাজারহাটি গ্রামের জিনিয়া খাতুনের প্রসব বেদনা ওঠে। শুরু থেকেই তিনি চেকআপ করাতেন শহরের উপশম নার্সিং হোমে। ব্যাথা ওঠার পর সেখানেই নেয়া হয় তাকে।

সারারাত পার হবার পর ভোরে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেন জিনিয়া। তবে সাত মাসে ভূমিষ্ঠ হওয়া এবং নবজাতকের ওজন কম থাকায় প্রথমে মৃত ঘোষণা করা হয় শিশুটিকে।

তাকে যখন প্যাকেটে মুড়িয়ে নিয়ে যাবার প্রস্তুতি চলছিল তখন শেষবারের মতো মা তার সন্তানকে একবার কোলে তুলে নেন। তখনই সবাইকে চমকে দিয়ে নড়ে ওঠে নবজাতক। পরে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

Exit mobile version