Site icon Jamuna Television

রহস্যজনক ভাইরাস: আরেকজনের মৃত্যু নিশ্চিত করলো চীন

চীনে রহস্যজনক ভাইরাসে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন দুশ’র বেশি মানুষ।

চীনের স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়াচ্ছে ভাইরাসটি। কর্তৃপক্ষ জানায়, উহান ছাড়াও বেইজিং এবং শেনঝেন শহরেও ছড়িয়েছে এই ভাইরাস।

চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়ায় মিলেছে এই ভাইরাস আক্রান্ত রোগী। সার্স গোত্রীয় ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি জ্বর বা ঠান্ডায় আক্রান্ত হন। এরপর তা পরিণত হয় নিউমোনিয়ায়।

প্রথমে কোনো প্রানী থেকে এর সূত্রপাত হলেও এখন মানুষের মাধ্যমেই সংক্রমিত হচ্ছে ভাইরাসটি। ২০০০ সালে একই ধরণের ভাইরাসে বিশ্বজুড়ে সাতশ’র বেশি মানুষের মৃত্যু হয়।

Exit mobile version