Site icon Jamuna Television

তাবিথের প্রচারণায় হামলা, আহত কয়েকজন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়ার প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। গাবতলী বাজারে প্রচারণার সময় দুই দফায় হামলার শিকার হয়েছেন তাবিথ আওয়াল ও তার সাথে থাকা নেতাকর্মীরা। উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারওয়ার মাসুমের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি তাবিথের। 

এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও থেমে থেমে বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। 

সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সড়কের এক পাশে তাবিথ আউয়াল ও অন্য পাশে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে আওয়ামী লীগে সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ করেন তাবিথ।

জানান, পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম হামলার কয়েক মিনিট পর সাংবাদিকদের সাথে কথা বলে প্রচারণা শুরু করলে আবারও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ কাউকে আটক করেনি ।

 

Exit mobile version