Site icon Jamuna Television

বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ

বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। প্রতিদিন ২শ’ থেকে ৪শ’ মণ ইলিশ ঢুকছে দক্ষিণের এই মোকামে। ধরা পড়া এসব ইলিশ আকারেও বড়।

মৎস্যজীবীরা বলছেন, হঠাৎ করে ইলিশ আহরণ বেড়ে যাওয়া দেখা যায় না সাধারণত। তবে, মৎস্য বিভাগের দাবি, রূপালি মাছ রক্ষায় নেয়া নানা উদ্যোগের ফল এটি।

পাইকারী মোকামে এক কেজির প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। ৬শ’ থেকে সাড়ে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ ২৫ থেকে ২৬ হাজার এবং ৪শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০ হাজার টাকা দরে। তবে খুচরা বাজারে দামের কিছুটা পার্থক্যও রয়েছে।

মৎস্যজীবিরা বলছেন, শীত মৌসুমে এত পরিমান ইলিশ দেখা যায়নি, গেল এক যুগেও।

মৎস্য কর্মকর্তারা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগের কারনে বেড়েছে ইলিশের উৎপাদন। তাই অসময়েও ধরা পড়ছে জেলেদের জালে।

Exit mobile version