Site icon Jamuna Television

আবাসিক হোটেলের ভেতর হাতি!

আবাসিক হোটেলের ভেতর হাতি! ভাবতেই অবাক লাগে। কিন্তু শ্রীলংকায় এমনই একটি ঘটনা ঘটেছে। দেশটিতে একটি হোটেলে হাতি ঢুকে পড়ার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

এনডিটিভির খবরে জানা গেছে, এরই মধ্যে টুইটারে ২৭ লাখ দেখা হয়েছে ভিডিওটি।

দেখা গেছে, বিশাল হাতিটি গদাই লস্করি চালে ঘুরে বেড়াচ্ছে হোটেলের মধ্যে। ছড়িয়ে থাকা জিনিসপত্র পরখ করে দেখছে। উল্টে দিচ্ছে ল্যাম্প শেড।

ব্রিটেনের দ্য মেট্রোর এক প্রতিবেদনে জানা গেছে, গাট্টাগোট্টা এই হাতির নাম নাট্টা কোটা। শ্রীলংকার জেটউইং ইয়ালা হোটেলে ঢুকে পড়েছিল সে। প্রায়ই নাকি হোটেলের ভেতর এমনভাবে সটান ঢুকে পড়ে সে।

টুইটারে একজন লিখেছেন, সাতসকালে মায়ের খুদেবার্তা পেয়ে সে জানতে পারেন; কেমন করে শ্রীলংকার হোটেলে এক প্রকাণ্ড হাতি ঢুকে পড়েছে!

এমন ভিডিও যে ভাইরাল হবে তাতে আর আশ্চর্য কী! লাখ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। লাইকও পড়েছে লাখ দেড়েক। পাশাপাশি কত রকম কমেন্টও জমা পড়েছে।

এর আগে গত সেপ্টেম্বরেও জেটউইং ইয়ালা হোটেলে নাট্টা কোটার ঢুকে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। হোটেলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে ওই হাতিটিকে তাদের প্রিয় অতিথি বলেও উল্লেখ করা হয়েছে।

তবে হাতিটি বন্য হওয়ায় হোটেল কর্মীদের সবাধান করে দেয়া হয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

Exit mobile version