Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় বেসামরিক মানুষের লাশের মিছিল

সৌদি জোটের বিমান হামলায় গত দুই দিনে ইয়েমেনে অন্তত ৬৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক মানুষ হত্যার এমন হামলাকে ‘অদ্ভুত যুদ্ধ’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

আজ বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী জামি ম্যাকগোল্ডরিক বলেন, ‘পুরো ইয়েমেনজুড়ে অব্যাহতভাবে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা আমি যারপরনাই হতাশ।’

গত সোমবার দেশটির রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত এলাকার দুইটি আবাসিক ভবন লক্ষ করে বিমান হামলা চালিয়েছে রিয়াদের বিমান বাহিনী। এসময় ভবন ও এর আশেপাশে থাকা ১৯ জন বাসিন্দার মৃত্যু হয়। মঙ্গলবার হোদাইদাহ্ শহরে প্রায় অর্ধশতাধিক হামলায় অন্তত ৫২ জনের প্রাণহানি হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে গত চার বছর থেকে অভিযান চালিয়ে আসছে সৌদি জোট। এদিকে দেশটিতে বারবার অবরোধ আরোপের কারণে চলমান দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে।

Exit mobile version