Site icon Jamuna Television

দুম্বার মাংস খাওয়া হলো না বিত্তশালীদের

মাগুরার মহম্মদপুরে রাজনৈতিক নেতাসহ বিত্তশালীদের বাড়িতে যাওয়া দুম্বার মাংস জেলা প্রশাসনের নির্দেশে ফেরত আনা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে আসা দুম্বার মাংসের ৬৩ টি প্যাকেট মহম্মদপুর উপজেলার জন্য বরাদ্দ ছিল। যা পাওয়ার কথা প্রকৃত দুঃস্থদের। কিন্তু, বেশিরভাগ মাংস চলে যায় রাজনৈতিক নেতাসহ বিত্তশালীদের ঘরে। সকালে ফেসবুকের মাধ্যমে অভিযোগটি জানার পর মাংস ফেরত আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে সেগুলো ফিরিয়ে এনে দুঃস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

যমুনা অনলাইন- এফআর।

Exit mobile version