Site icon Jamuna Television

৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় আসামি মো: ফয়েজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেন আদালত। মঙ্গলবার সকালে আসামির অনুপুস্থিতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ১ এর বিচারক ফজলে খোদা মো: নাজির এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের কৌশলী স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ জানান, ২০০৯ সালে সিরাজগঞ্জ সদরের শিবনাথপুর গ্রামের মো: ফয়েজ ৩ বছরের শিশুকে কৌশলে নিজ ঘরের ভেতর ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে বিষয়টি জানাজানি হলে ফয়েজ সকলের সামনে তা স্বীকারও করে। পরে শিশুটির মা বাদী হয়ে ফয়েজের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশী তদন্ত ও ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার সকালে আসামির অনুপুস্থিতিতে আদালত ১০ বছরের কারাদণ্ড রায় প্রদান করে।

Exit mobile version