Site icon Jamuna Television

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি খেয়াঘাট এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত রাজন মিয়া সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, আজ সকালে রাজন মিয়া নিজ বাড়ি উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামে যাবার উদ্দ্যেশে শহরের সুলতানপুর এলাকার বাসা থেকে বের হন। শহরতলীর বালিকান্দি কেয়াঘাট এলাকা যাবার পর তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর রাজনের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করে। রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাথা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহত রাজন শহরের হিলালপুরে এলাকার পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামি। সে এই মামলায় জামিনে ছিল।

Exit mobile version