Site icon Jamuna Television

গৃহযুদ্ধে নিখোঁজ হয়েছে ২০ হাজারের বেশি মানুষ: লঙ্কান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিখোঁজ ২০ হাজারের বেশি মানুষ। সোমবার প্রথমবারের মতো এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

রাজধানী কলম্বোয় জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এরপরই, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়- নিখোঁজদের মৃত্যুসনদ দেয়ার উদ্যেগ গ্রহণ করছে সরকার। দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধ শেষে, ২০০৯ সালে তামিল টাইগার ইলম সদস্যদের পরাজিত করে শ্রীলঙ্কান সরকার। যাতে প্রাণ হারান এক লাখের বেশি মানুষ।

এতোদিন বলা হচ্ছিলো, নিখোঁজ রয়েছেন বহু মানুষ; যাদের বেশিরভাগই তামিল। যুদ্ধ চলাকালে, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ছিলেন সেনাপ্রধান।

Exit mobile version