Site icon Jamuna Television

ট্রেনের ধাক্কায় ভ্যান চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের মাতাপুর রেলক্রসিংয়ে আজ মঙ্গলবার ট্রেনের ধাক্কায় মোকলেছার রহমান (৩৬) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর লেভেল ক্রসিংয়ে একটি কলা বোঝাই ভটভটি নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা খেলে ভটভটি উল্টে ঘটনাস্থলেই ভটভটি চালক নিহত হয়।ৱ ওই লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

আক্কেলপুর রেল ষ্টেশনের ইনচার্জ খাতিজা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালগঞ্জ রেল ষ্টেশনের দক্ষিণে টি/৭৬ নম্বর লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান এখনও দেয়নি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Exit mobile version