Site icon Jamuna Television

সিটি নির্বাচনে ইভিএম বাতিলে ইসিকে বিএনপির চিঠি

ঢাকার দুই সিটিতে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনের প্রতি লিখিত আবেদন জানিয়েছে বিএনপি। ইসির প্রতি জনগণের আস্থা নেই জানিয়ে এ বিষয়ে কাজ করার আহ্বান জানায় দলটি।

সকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় ইসি ভবনে।

পরে সাংবাদিকদের তিনি বলেন, পুরো নির্বাচন ব্যবস্থা অবনতির দিকে যাচ্ছে। ইভিএমে ভোট ডাকাতি ব্যালটের চেয়েও সহজ। কত সহজে ইভিএমে ভোটচুরি করা যায় তার উদাহরণ সম্প্রতি চট্টগ্রামের নির্বাচনেও দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

Exit mobile version